সার্থক জনম আমার, জন্মেছি এ দেশে। সার্থক জনম মা গো,তোমায় ভালোবেসে।

জন্মভূমি জন্মদাত্রী মায়ের সমকক্ষ ।জন্মভূমির প্রতি সকলেরই আছে হৃদয়ের টান। এই জননী জন্মভূমি কে ভালবেসেই মানবজন্ম সার্থকতায় পরিপূর্ণ হয়।

জননী – জন্মভূমি সর্বাপেক্ষা গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গাপেক্ষা মহান ।পৃথিবীর আলো দেখিয়েছেন মা অথাৎ জন্মদাত্রী।ঠিক জন্মদাত্রী মায়ের মত জন্মভূমি আমাদের আশ্রয় দেয় এবং আমাদের লালন পালন করে । মায়ের কোলে আমরা লালিত পালিত হই। তাঁর স্নেহ ধারায় আমরা হই সিক্ত। জননী ন্যায় জন্মভূমি আমাদের বরণীয় পূজ্য। তিনি আমাদের জীবনে ঐশ্বর্য ও মাধুর্য দান করেন । নিছক ভূখণ্ড নিয়ে মানুষের জন্মভূমির পরিচয় নয়। যে দেশে সে জন্মেছে তাকে সে দেশের সেবায় , মঙ্গল কামনায় ও আত্মোস্বর্গে সার্থক করে তোলে। এই মানবিক গুণে জন্মভূমি হয়ে ওঠে জননী। জননী জন্মভূমি আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিষয়। এই জন্মভূমি আমাদের কাছে অধিকতর বরণীয় ও আকর্ষণীয়া। আমরা এই দেশ জননীকে নিঃস্বার্থভাবে ভালোবেসে হই চরিতার্থ। কবি বলেছেন-

“ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা \ তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা”।

x

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
Scroll to Top