চালাকি ও বুদ্ধি অনেক সময় একই অর্থে ব্যবহৃত হলেও দুটি অর্থ সম্পূর্ণ ভিন্ন। চালাকি কথার অর্থ হল ধূর্ত ব্যক্তির দ্বারা কূটকৌশলের কোন কিছু হাসিল করা । সাধারণ বুদ্ধি দিয়ে যা অর্জন করা যায় না বা করা খুবই দুঃসাধ্য। তখন ধূর্ত ব্যাক্তিদল চালাকির দ্বারা কার্য সম্পাদনের চেষ্টা করে। তাদের মিথ্যা ধারণা যে কোন মহৎ কার্য চালাকির দ্বারা সম্পন্ন করা সম্ভব। কিন্তু চালাকির দ্বারা কোন শুভ মঙ্গলজনক কার্য সম্পন্ন হতে পারে না । মানুষ কোন মহৎ কার্য অনায়াসে সহজলভ্য উপায়ে অর্থাৎ চালাকির দ্বারা ফাঁকি দিয়ে সহজে করার চেষ্টা করে । তাদের একমাত্র লক্ষ্য থাকে যে কোন উপায় সাফল্য লাভ করা। একটি কার্য সম্পাদন করতে গেলে যে জ্ঞান ,নিষ্ঠা ,পরিশ্রম ও অধ্যাবসায় প্রয়োজন হয় তা তারা করতে নারাজ। তারা ভাবে এমন আবিষ্কারের চেষ্টা চালনায় যে পরিশ্রম হবে কম কিন্তু ফল হবে উৎকৃষ্ট। তার আবিষ্কৃত পথ সৎ বা অসৎ তা নিয়ে এদের কোন বিচারশক্তি থাকে না ।
কিন্তু এই পৃথিবীতে কোন কার্য চালাকির দ্বারা হয় না যদি তা মহৎ হয়। সকল মহৎ কাজের পিছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম, কঠিন অধ্যবসায়, মহান ব্রত ও গভীর ত্যাগ। চালাকির দ্বারা সিদ্ধ কোন কাজই দীর্ঘদিন গৌরবের আসনে থাকতে পারে না। তার চালাকির একদিন না একদিন সমাজের কাছে ধরা পড়ে যায় ।সত্য কে আশ্রয় করে কার্য করলে তবে তা স্থায়িত্ব লাভ করে সমাজের কাজে বা মানুষের মনে। সভ্যতার বিবর্তনে মহান মনীষীদের আলোকোজ্জ্বল মহাজীবন মন্ত্র আমাদের সেই কথাই স্মরণ করিয়ে দেয় । তাই কাজ ছোট হোক বা বড়, সাফল্য যদি সঠিকভাবে পাওয়ার আশা থাকে তাহলে চালাকি বর্জন করতে হবে। তাতে হয়তো ফল দেরিতে পাওয়া যাবে কিন্তু সেই কার্যটি হয় সকলের মনোরঞ্জক।