ভূমিকা
বৈচিত্র্যপূর্ণ এই বিশ্বের সুপ্রাচীন কাল থেকেই দেশ ভ্রমণের সূচনা। অদেখা কে দেখা,আজানাকে জানা আর অচেনাকে চেনা দুর্নিবার অগ্রহে সাহসী ,আত্মপ্রত্যয়ী, বৈচিত্র সন্ধানী চলিষ্ণু মানুষের ভ্রমণ ছিল অব্যাহত।
দেশ ভ্রমণ ও জ্ঞান অর্জন
জ্ঞান অর্জন স্পীহায় উৎসুক ছাত্রীরা দেশ-দেশান্তরে পাড়ি দিয়েছেন, রাজারা বেরিয়েছেন দ্বিগবিজয় বণিকরা বাণিজ্যতরীচালিয়েছেন অকুল অন্তর সমুদ্রে।
দেশ ভ্রমণ ও শান্তি ও মৈত্রী বাণী প্রচার
বিশ্বব্যাপী শান্তি আর মৈত্রীর বাণী প্রচার করেছেন ধর্মপ্রচার কেরা। পরিব্রাজক মেগাস্থিনিস, ফা- হিয়েন, হিউয়েন- সাঙ ভারতবর্ষে এসেছেন।
ভূপর্যটক
দুঃসাহসিক অভিযানের সামিল হয়েছেন কলম্বাস, ভাস্কো-দা-গামা, আমেরিকা ভেসপুচি, হ্যারি জনস্টন, মার্কোপোলো, হাডসন, স্কট এর মত অভিযাত্রীরা ভূপর্যটক কুক-ম্যাংলিন, স্টানলিলিভিংস্টোন এর কথা ও সুবিদিত।
দেশ ভ্রমণ অ্যাডভেঞ্চার
নিছক আনন্দ আহরণের তাগিদেও ঘরের নিশ্চিন্ত আশ্রয় ছেড়েছে সাধারণ মানুষ। সুউচ্চ পর্বত শৃঙ্গের সে তার স্পর্ধিত পদচিহ্ন এঁকে দিয়েছে , উড়িয়ে দিয়েছে তার বিজয় পতাকা। জলে-স্থলে-অন্তরীক্ষে নিজের আধিপত্য কায়েম করেছে।
দেশ ভ্রমণ ও পর্যটন শিল্প
প্রতিকূল আর ঝুঁকিপূর্ণ পথে ভ্রমণ আধুনিক যুগের নানাবিধ আবিষ্কারের সুবাদে এখন অনেকের নিরাপদ,সুখকর, স্বছন্দ ও সুপরিকল্পিত, হয়ে উঠেছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে ভ্রমণ স্থানগুলিতে বিলাসবহুল হোটেল,লজ ,গেস্ট হাউস, রেস্তোরাঁ গড়ে ওঠার পাশাপাশি তে থাকার সুবিধা ও সহজলভ্য হয়ে উঠেছে। দ্রুতগামী সব যানবাহন ভৌগলিক দূরত্ব অতিক্রম কে সহজে ও অনায়াসসাধ্য করে দিয়েছে। এইভাবে পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব গড়ে তোলে।
দেশ ভ্রমণের প্রয়োজনীয়তা
ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য জানা : ভ্রমণের মধ্য দিয়ে আমরা কোন বিশেষ অঞ্চলের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সেখানকার দার্শনিক স্থান ও মূল্যবান ঐতিহাসিক উপাদান গুলি সম্পর্কে অবস্থিত হই।
সাংস্কৃতিক বৈশিষ্ট্য জানা : সেখানকার মানুষজনের জীবনযাত্রা, সভ্যতা- সংস্কৃতি ঐতিহ্য, উৎসব- অনুষ্ঠান, পোষাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস স্থাপত্য ভাস্কর্য, চিত্রকলা, বিজ্ঞান-প্রযুক্তি, এসবের সঙ্গে পরিচিত হই।
শিক্ষা সংস্কৃতি ও ভাবের বিনিময় : আমাদের এই পর্যবেক্ষণ ও উপলব্ধির মধ্য দিয়ে হৃদয়ের প্রসারতা বাড়ে পরস্পরের মধ্যে শিক্ষা-সংস্কৃতি ও ভাবের বিনিময় হয়।
সম্প্রীতি ও সৌহার্দের বিনিময় : দেশ-বিদেশের মানুষের সান্নিধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বিনিময় বাতাবরণ রচিত হয়,কূপমন্ডুকতা ঘূচে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে।
ভ্রমণ সাহিত্য : বই পড়ার মাধ্যমে অর্জিত জ্ঞান দেশ ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ, প্রাণবন্ত ও আনন্দময় হয়ে ওঠে। পুথি সর্বস্ব নীরস তথ্যনির্ভর শিক্ষার আবেষ্টন ছেড়ে আমরা নতুন চেতনায় ভাস্বর হয়ে উঠি। ভ্রমণ সাহিত্যের ধারা টি ও অত্যন্ত সমৃদ্ধ। বিদেশ ভ্রমণ বৃত্তান্ত পাঠের মধ্য দিয়ে আমরা মানুষ ভ্রমণের অপার আনন্দ লাভ করে থাকি।
অনুরূপ রচনা (Similar Essay)