প্রিয় লতা দিদির স্মরণে সচিন তেন্ডুলকরের আবেগঘন পোস্ট

মুম্বই:

তিন বছর আগে, আজকের এই দিনে, আমরা হারিয়ে ফেলেছিলাম ভারতের স্বর্ণকণ্ঠী, লতা মঙ্গেশকরকে। লতা দিদির প্রয়াণে শোকাহত দেশবাসীর সাথে একাত্ম হয়েছেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টের মাধ্যমে লতা দিদির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিন লেখেন,

“লতা দিদি তাঁর বর্ণময় কেরিয়ারে ৩০ হাজারের বেশি গান রেকর্ডিং করেছেন। আমার মনে হয় কোনও মানুষ সারা জীবনে এত গান শোনেও না, যতগুলিতে তিনি তাঁর মধুর কণ্ঠ দিয়েছিলেন। ওঁর কৃতিত্বের কথা বললে শেষ করা যাবে না।”

লতা দিদির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে সচিন আরও লেখেন,

“আজ হয়ত উনি আমাদের সঙ্গে নেই, কিন্তু উনি আমাদের সব ভারতের হৃদয় ও জীবনের সঙ্গে আজীবন রয়ে যাবেন। লতা দিদি হলেন ভারতের কণ্ঠ। পূন্য তিথিতে ওনাকে স্মরণ করছি।”

লতা মঙ্গেশকর এবং সচিন তেন্ডুলকর – দুই ভিন্ন ক্ষেত্রের দুই মহান ব্যক্তিত্ব। একজনের অমর গান, অন্যজনের অসাধারণ ক্রিকেট দক্ষতা – দুজনেই দেশকে গর্বিত করেছেন। লতা দিদির প্রয়াণে শোকাহত হলেও, তাঁর অসামান্য কৃতিত্ব এবং অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সচিনের এই পোস্ট লতা দিদির প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং শ্রদ্ধার প্রতিচ্ছবি।

লতা মঙ্গেশকরের স্মরণে শ্রদ্ধাঞ্জলি।

লতা মঙ্গেশকরের প্রতি সচিন তেন্ডুলকরের ভালোবাসা ছিল পরস্পরিক। লতাও সচিনকে নিজের ছেলের মতোই ভালবাসতেন।

লতা মঙ্গেশকর নিজের ইনস্টাগ্রামে মাত্র ৬ জনকে ফলো করতেন। সেই তালিকায় মাত্র একজন ক্রিকেটারই রয়েছেন, তিনি হলেন সচিন তেন্ডুলকর। এটা লতা দিদির সচিনের প্রতি কতটা ভালোবাসা ও শ্রদ্ধা ছিল তার স্পষ্ট প্রমাণ।

লতা ও সচিনের সম্পর্ক ছিল অত্যন্ত আন্তরিক। লতা দিদি সচিনকে “মায়ের চোখে” দেখতেন। সচিনও লতা দিদিকে “আই” (মা) বলে ডাকতেন।

সচিন তেন্ডুলকর লতা দিদির গানের একজন অনুরাগী ছিলেন। লতা দিদিও সচিনের ক্রিকেট খেলার ভক্ত ছিলেন।

লতা দিদির প্রয়াণে সচিন তেন্ডুলকর গভীরভাবে শোকাহত হয়েছিলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লতা দিদির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট করেছিলেন।

[ad_2]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
Scroll to Top