[ad_1]
মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের জয়রথ থামার কোনো লক্ষণ নেই। রবিবার কোয়ার্টার ফাইনালে উঠে তিনি আরও একটি রেকর্ড গড়েছেন। বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসাবে ৫৮ বার গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনে জকোভিচের সামনে ২৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। এই কীর্তি শুধু যে তার কেরিয়ারে কোহিনূর হয়ে থেকে যাবে তাই নয়, তৈরি করবে নতুন দৃষ্টান্ত।
একদম শুরু থেকেই জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত খেলছেন। প্রথম দু’টি রাউন্ডে একটি করে সেট হারিয়েছিলেন তিনি। কিন্তু তৃতীয় রাউন্ডে ফ্রান্সের বেনজামিন বাইকোটকে হারানোর পর থেকেই তার খেলায় দারুণ আত্মবিশ্বাস দেখা যাচ্ছে।
চতুর্থ রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে ৬-০, ৬-০, ৬-৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন জকোভিচ। ম্যাচে এক সময় মনে হয়েছিল তিনি কোনো গেম না হারিয়েই জিতবেন।
ম্যাচের শেষে জোকোভিচ বলেছেন, “তৃতীয় সেটের সময় মনে হচ্ছিল আমি বেশ একটা গেম হেরে যাই। স্টেডিয়ামে সকলের মধ্যে ভীষণ উদ্বেগ তৈরি হচ্ছিল। আমি অবশ্য নতুন করে মনোনিবেশ করে ম্যাচটা শেষ করি।”
কোয়ার্টার ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ হবেন কানাডার ফেলিক্স অগার-অলিয়ার। এই ম্যাচে জিতলে তিনি সেমিফাইনালে উঠবেন।
[ad_2]