অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে চেনা যায় : ভাবসম্প্রসারণ

Books

অন্য খরচের চেয়ে বাজে খরচেই মানুষকে চেনা যায়
কারণ মানুষ ব্যয় করে বাঁধা নিয়ম অনুসারে, অপব্যয় করে নিজের খেয়ালে।
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC

মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে বাধ্যবাধকতার মধ্যে আবদ্ধ হয়ে যায়। বাধ্যবাধকতার মধ্যে মানব মনের বিকাশ ঘটে না বলে তার প্রকৃত স্বভাব সম্পর্কেও অবগত হওয়া যায় না। পক্ষান্তরে তাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হলে তার স্বরূপ চেনা খুব সহজ হয়ে যায়। কেননা তখন তার প্রকৃত বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে। মানুষ তার আয় ও ব্যয়ের হিসেব করে নিত্য প্রয়ােজনীয় চাহিদা মেটাতে গিয়ে বাধ্যবাধকতার গণ্ডিতে আবদ্ধ থাকে বলে, সে স্বাধীনভাবে কিংবা মনের ইচ্ছানুযায়ী কিছু করতে পারে না। ফলে তার আসল চেহারাটা বের হয়ে আসে না। 

মানুষের আসল রূপের পরিচয়ের জন্যে তাকে গণ্ডির বাইরে ছেড়ে দিতে হবে। স্বাধীনভাবে সে যখন চলাফেরা করবে কিংবা নিজের খেয়ালখুশি মতাে খরচ করবে তখন তার আসল পরিচয় পাওয়া যাবে। আমাদের সমাজ জীবনে হিসেবি এবং বেহিসেবি মানুষের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। মানুষ যখন নিছক বিলাসিতায় গা ভাসিয়ে অপব্যয় করে তখন তাকে আমরা উচ্ছঙ্খলতার পর্যায়ে ফেলি। আবার কেউ যদি পূর্ণস্বাধীনতা পেয়েও কোনাে খরচ না করে তবে তাকে আমরা কৃপণ বলি। 

ফলে, অপব্যয়ের মধ্য দিয়ে আমরা সমাজের মধ্যে নানা বৈশিষ্ট্যের লােক খুঁজে পাই। বস্তুত বেহিসেবি খরচের মধ্য দিয়েই মানুষের বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে।

Read Another One

মূলভাব : যে মানুষ নৈমিত্তিক প্রয়োজন অনুসারে খরচ করেন তার চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা দুরূহ। যেমন যিনি সাংসারিক কারণে প্রতিদিন বাজার করেন সেটা তার প্রাত্যহিক কর্তব্য। তার বৈশিষ্ট্য আলাদা করে বোঝার উপায় নেই। কিন্তু যিনি উল্লিখিত কাজগুলোর পাশাপাশি অপব্যয় করেন তার অপব্যয় হয় বইকেনা, ভ্রমণ বা ছবিসংগ্রহে।

সম্প্রসারিত ভাব : প্রাত্যহিক জীবনের অত্যাবশ্যক চাহিদা পূরণে ব্যস্ত হিসেবি মন। জীবন পরিক্রমায় নিত্যদিনের হিসাব মেলাতে গিয়ে এ মন বাঁধা পড়ে ছকবাঁধা বাধ্যবাধকতার মধ্যে। এ মনের অধিকারী মানুষের জীবনে থাকে না স্বচ্ছন্দে বিচরণের স্বাধীনতা। এই বাধ্যবাধকতার গণ্ডিতে আবদ্ধ সকল মানুষ স্বভাব-বৈশিষ্ট্যে প্রায় একই রকম। তাদের না থাকে মনের স্বাধীনতা, না বোঝা যায় তাদের বিচিত্র মনের খেয়ালের স্বরূপ। হিসেবি মানুষের চেয়ে বেহিসেবি মানুষ স্বভাব-বৈশিষ্ট্যে একেবারে আলাদা। তাদের দৈনন্দিন খরচের মধ্যেই খুঁজে পাওয়া যায় তাদের স্বভাব-বৈশিষ্ট্যকে। সংসারের ছক বাঁধা জীবন তাদের আকর্ষণ করে না। তাদের কেউ সংসার-বিবাগী উদাসী বাউল, কেউ অর্থ-সম্পদ উজাড় করে দেন মানবকল্যাণে। তারা স্বভাবে কৃপণ নন, স্বার্থপর নন। তবে কেউ যদি নিছক বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার জন্যে বাজে খরচে ধনসম্পদ উজাড় করে দেন তবে তাতে প্রকাশ পায় উচ্ছৃঙ্খলতা। আবার সৌন্দর্যপিপাসু, সংস্কৃতিবান মানুষ অভাব-অনটনের মধ্যেও বেহিসাবি খরচ করেন দেশভ্রমণে, বই কেনায় কিংবা ভালো লাগা ছবি বা পুরাকীর্তি সংগ্রহে ।

মন্তব্য : বস্তুত খরচের মধ্যেই মানুষের মানসিকতার পরিচয় পাওয়া যায়। ফুটে ওঠে তার ব্যক্তিগত মানসপ্রবণতা, যা তার স্বাতন্ত্র্যের পরিচায়ক ।

x

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
Scroll to Top