স্কুল জীবনের একটি স্মরণীয় ঘটনা: বিদ্যালয় হল আমাদের ছাত্র জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। জীবনের এই মানমন্দিরে আমরা বড় হয়ে উঠতে শিখি, পড়াশোনা শিখি, জীবনে লব্ধ অভিজ্ঞতাকে জীবনচর্যায় কেমন করে কাজে লাগাতে হয়, শিখি সেটাও। বিদ্যালয়ে সারা জীবনের মতন বিভিন্ন বন্ধুদের সঙ্গে আমাদের পরম সখ্যতা গড়ে ওঠে, শিক্ষকদের সঙ্গে গড়ে ওঠে শাসন ও স্নেহের বন্ধন।
আর এই বিদ্যালয়েই তৈরি হয় জীবনের সবচেয়ে মূল্যবান নানা স্মৃতি। বিদ্যালয় জীবনে হয়তো এই সব স্মৃতির মাহাত্ম্য সম্পূর্ণরূপে অনুধাবন করা যায় না; কিন্তু জীবনের মধ্যগগনে দাঁড়িয়ে যখন এই দিনগুলির দিকে মানুষ পিছন ফিরে তাকায় তখন সেই সব স্মৃতির কথা মনকে দোলা দিয়ে যায়।
সাধারণভাবে আমাদের সমগ্র বিদ্যালয় জীবন প্রায় ১২ বৎসরের। এই দীর্ঘ সময় জুড়ে আমরা অসংখ্য ছোট-বড় অভিজ্ঞতার সাক্ষী হই। আমার বিদ্যালয় জীবনের তেমনই একটি স্মরণীয় ঘটনার কথা বলার উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনের উপস্থাপনা।
আমার স্কুল জীবন ছিল খুবই আনন্দদায়ক। স্কুলে আমি অনেক নতুন জিনিস শিখেছি, নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়েছি, এবং অনেক মজার অভিজ্ঞতা অর্জন করেছি। আমার স্কুল জীবনের অনেক ঘটনাই আমার কাছে স্মরণীয়, কিন্তু সবচেয়ে বেশি স্মরণীয় একটি ঘটনা হল যখন আমি প্রথমবারের মতো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম।
আমি তখন পঞ্চম শ্রেণিতে পড়তাম। আমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল খুবই জাঁকজমকপূর্ণ। প্রতি বছরই এই প্রতিযোগিতায় স্কুলের সকল শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করত। আমিও খুব উৎসাহিত ছিলাম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমি খুব ভালোভাবে অনুশীলন করেছিলাম।
প্রতিযোগিতার দিন এসে গেল। সকাল থেকেই স্কুলের মাঠে উৎসবের আমেজ ছিল। স্কুলের ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা, অভিভাবকরা সবাই উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শুরু হল। আমি প্রথমে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। আমি খুব ভালোভাবে দৌড়ে প্রথম স্থান অধিকার করলাম। এরপর আমি লং জাম্প প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। সেখানেও আমি প্রথম স্থান অধিকার করলাম।
আমার এই সাফল্য আমাকে খুবই আনন্দিত করেছিল। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এবং আমার বন্ধুরা আমাকে অনেক অভিনন্দন জানালেন। এই ঘটনাটি আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। এটি আমাকে শিখিয়েছিল যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যেকোনো কিছু অর্জন করতে পারি।
Read More: ছাত্র জীবনে নিয়ম নিষ্ঠার প্রয়োজনীয়তা (The need for adherence to rules in student life)
এই ঘটনাটি আমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটি আমাকে একজন পরিশ্রমী এবং লক্ষ্য-উদ্দেশ্য স্থির করে চলার মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে। এটি আমাকে শিখিয়েছিল যে, প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।
আমি এই ঘটনাটিকে আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা হিসেবে মনে রাখব।