গাছের অন্যান্য অংশের মতো একটি অন্যতম অংশ হল ফুলের বৃন্ত। যা ফুলকে ধরে রাখতে সাহায্য করে। তেমনই একটি বৃন্তে দুটি কুসুম এর মত ফুটে রয়েছে দুটি সম্পূর্ণ ভিন্ন ধর্মের মানুষ হিন্দু ও মুসলমান। মুসলিম হিন্দুর নয়নের মনি অর্থাৎ যাকে দেহ থেকে আলাদা করা যায় না। যা দেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এবং হিন্দু-মুসলিমের প্রাণ ।এদের দুজনের মধ্যে কার সম্পর্ক এরূপ যে একজনকে আর একজনের থেকে আলাদা করে দিলে বেঁচে থাকা সম্ভব হবে না। তারা মৃতদেহে পরিণত হবে ।
বেশ কিছু বছর আগে হিন্দু ও মুসলমান এই দুই জাতির মানুষের মধ্যে এক অখণ্ড একাত্মবোধ ভাতৃত্ববোধ বিরাজমান ছিল। তারা একে অপরের উপর যেমন নির্ভরশীল ছিল তেমনি একে-অপরকে কেন্দ্র করে বেঁচে থাকত। তারা বুঝেছিল ধর্মের আগে মানুষ। সবার উপরে যে ধর্ম, তা হল মানব ধর্ম ।তারা জানত ধর্মের জন্য মানুষ নয় মানুষের জন্য ধর্ম । তাই ধর্মকে কেন্দ্র করে নিজেদের মধ্যে লড়াই করা মুর্খামি । তারা জানত তাদের দেহে যে রক্ত রয়েছে তা দেশ-কাল -জাতি -ধর্মভেদে সকলেরই লাল। তারা একই আকাশের নিচে একই প্রকৃতির কোলে লালিত । তাই ধর্ম তাদের কাছে দ্বিতীয় শ্রেণির বিষয় ছিল। ফলে তাদের মধ্যে একাত্মবোধ যেমন গড়ে উঠেছে তেমনি ঐক্যবোধ ও গড়ে উঠেছে ।ঐক্যের বৃন্তে ভালোবাসার হাওয়ায় ভাতৃত্ববোধের মিঠে রোদে তারা চিরকাল লালিত হয়েছে।